রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ০৩:৪৭:৫০

শুটিং বন্ধ, যে জটিলতায় পড়লেন শাকিব খান!

শুটিং বন্ধ, যে জটিলতায় পড়লেন শাকিব খান!

বিনোদন ডেস্ক : শাকিব ভক্তরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তাদের এই আগ্রহের কেন্দ্রবিন্দু শাকিবের নতুন সিনেমা ‘দরদ’। 

গত ২০ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে এই সিনেমার শুটিং শুরুর কথা ছিল। এবং পরের দিন শাকিবের ফার্স্টলুক প্রকাশ করার কথা। কিন্তু শাকিবের ‘দরদ’ এর লুক দেখতে না পেরে হতাশ ভক্তরা।

তাদের এই হতাশার কারণ ভিসা জটিলতা। কেননা এখনো ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। শাকিব–ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, ১৫ অক্টোবর ভারত যাওয়ার কথা ছিল শাকিবের। কিন্তু ভিসা জটিলতার কারণে যাওয়া সম্ভব হয়নি। কবে যাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

শুটিংয়ের জন্য গত ১৫ ভারতে যাওয়ার কথা থাকলেও এখনো দেশে ‍শাকিব। তাই এখনো শুরু হয়নি সিনেমার শুটিং। ভক্তদের এই হতাশার মধ্যে আশার আলো দেখিয়েছেন সিনেমার বাংলাদেশি পরিচালক অনন্য মামুন। 

একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘শুক্রবার শাকিব ভাইয়ের ফার্স্টলুক প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে করা হয়নি। এ নিয়ে শাকিব–ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। 

আমরা সিদ্ধান্ত নিয়েছি, ছবির নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহানকে নিয়ে মুম্বাইয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান করব। সেখানেই ফার্স্টলুক প্রকাশ করা হবে।’

ভিসার কারণে শুটিং ইউনিটের অনেকে এখনো ভারতে যেতে না পারলেও এই পরিচালক এখন মুম্বাইয়ে। তিনি আশা করছেন আগামী ২৬ তারিখ শুটিং শুরু করতে পারবেন তারা। 

পরিচালক বলেন, ‘ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড বোর্ড কাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। 

এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সবারই জানা, এই সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউড তারকা। 

‘দরদ’ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোনাল চৌহানকে। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে