বিনোদন ডেস্ক : অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল তা জানতে তদন্ত সংশ্লিষ্টরা তার এক বন্ধুকে খুঁজছে।
জানতে চাইলে রাতে ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, ‘মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি নামের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল অভিনেত্রী হিমুর। তার সঙ্গে দ্বন্দ্বের জেরে না অন্য কোনো কারণে হিমুর মৃত্যু হয় তার তদন্ত চলছে।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
এটি হত্যা না আত্মহত্যা-জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখনই বলা যাচ্ছে না। হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বন্ধুকে পাওয়া গেলে আসল রহস্য জানা যাবে।’ পুলিশ বলছে, অভিনেত্রী হিমু ছিলেন ব্রোকেন ফ্যামিলির।
তিনি তার এক পালিত ভাইকে নিয়ে উত্তরার ফ্ল্যাটে থাকতেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, 'বিকেলে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে।’ নাসিম আরো বলেন, ‘আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না।
বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যান তার ছোট বোন মিহির ও বন্ধু। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় কর্তব্যরত ডাক্তার পুলিশ ডাকেন। ততক্ষণে হিমুর বন্ধু তার ফোন নিয়ে যান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’