বুধবার, ০৮ নভেম্বর, ২০২৩, ১০:৩৮:০৫

যত টাকা বাড়ল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

যত টাকা বাড়ল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

এমটিনিউজ২৪ ডেস্ক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের নূ্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। এতে বিদ্যমান আট হাজার টাকা থেকে ৫৬.২৫ শতাংশ বেড়েছে মজুরি। এর মধ্যে মূল বেতন ৬৩ শতাংশ, অর্থাৎ সাত হাজার ৮৭৫ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান গার্মেন্টস শ্রমিকদের এই নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন।

মালিকপক্ষ বলছে, শিল্পের সক্ষমতা বিবেচনায় এই মজুরি ঠিক আছে। শ্রমিকপক্ষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তুলনা করে এই মজুরিতে হতাশা প্রকাশ করেছে। তাদের একাংশ এই মজুরি প্রত্যাখ্যান করে গেজেট প্রকাশের আগে এটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে।

প্রত্যাশা অনুযায়ী মজুরি না বাড়ানোর প্রতিবাদে তারা আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডেকেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে