বিনোদন ডেস্ক: এই মুহূর্তে বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেতারা। রজনীকান্ত থেকে মোহনলাল, রামচরণ থেকে জুনিয়র এনটিআর, অজিত কুমার ও হালের সেনসেশন আল্লু অর্জুন কিংবা মহেশ বাবু অথবা বাহুবলি প্রভাস থেকে রকি ভাই যশ, দক্ষিণী অভিনেতাদের ক্যারিশমায় মুগ্ধ সিনেপ্রেমীরা।
দক্ষিণের সিনেমা শুধু ভারতেই নয়, বিশ্ববাজারেও বেশ রমরমিয়ে ব্যবসা করে চলেছে। ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউডকেও সমানতালে টেক্কা দিচ্ছে দক্ষিণ।
সিনেমার ব্যাবসায়িক সাফল্য কিংবা অভিনেতাদের পারিশ্রমিক, এখন দক্ষিণের কাছে ধরাশায়ী বলিউড। তবে এটা জানেন কি, দক্ষিণের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে?
সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতে পারিশ্রমিকের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছেন প্রভাস, বিজয়, অজিত কুমার, আল্লু অর্জুন, রজনীকান্তের মতো তারকারা।
তবে এবার সবাইকে ছাপিয়ে দক্ষিণ ভারতেরই নয়, গোটা এশিয়ার শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হতে চলেছেন মেগাস্টার রজনীকান্ত।
ভারতের জনপ্রিয় বিনোদন পোর্টাল কইমই ডটকমের রিপোর্ট অনুসারে, রজনীকান্ত ২৬০ থেকে ২৮০ কোটি টাকার পারিশ্রমিক নিতে চলেছেন, যা তাকে শুধু ভারতে নয়, সমগ্র এশিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা করে তুলতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন রজনীকান্ত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘২.০’ বক্স অফিসে বিশাল হিট ছিল। এরপর ‘পেট্টা’, ‘দরবার’ এবং ‘আনাত্তে’র মতো সিনেমাগুলোও বক্স অফিসে মোটামুটি আয় করে।
তবে চলতি বছর নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার’ দিয়ে রীতিমতো সুনামি তৈরি করেন এই প্রবীণ অভিনেতা।
বক্স অফিসে অলটাইম ব্লকবাস্টার খেতাব পায় সিনেমাটি। বিশ্বব্যাপী আয় করে নেয় ৬০০ কোটিরও বেশি। তাই অভিনেতা তার পারিশ্রমিক বাড়ানোর জন্য প্রস্তুত।
লোকেশ কানারাজ পরিচালিত ‘থালাইভার ১৭১’ নামক চলচ্চিত্রটিও ‘জেলার’-এর প্রযোজক কালনিথি মারান তার সান পিকচার্সের ব্যানারে প্রযোজনা করছেন। যদিও রজনীকান্তের পারিশ্রমিকে এখনো সিনেমার নির্মাতারা নিশ্চিত করেননি, তবে সম্ভবত রজনীকান্ত তার পরবর্তী কাজের জন্য প্রায় ২৮০ কোটি পারিশ্রমিক নিতে যাচ্ছেন বলেই জানা গেছে।
রজনীকান্ত বর্তমানে ‘জয় ভীম’খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেলের পরিচালনায় তার পরবর্তী সিনেমার শুটিং করছেন। এতে রজনীকান্তকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।
সিনেমাটিতে আরো রয়েছেন অমিতাভ বচ্চন, রানা দাগ্গুবাতি, ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়ার, রিথিকা সিং এবং দুসারা বিজয়নের মতো তারকারা। লাইকা প্রডাকশন প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর। সূত্র : পিংকভিলা