বিনোদন ডেস্ক: পেটের মেদ কীভাবে ঝরাবেন! এনিয়ে বহু মানুষের মাথাব্যথার শেষ নেই। অথচ সেলিব্রেটিরা ঠিকই ওজন কমিয়ে ফেলেন, চর্বিও ঝেড়ে ফেলেন! এসব ঘটনা নিয়ে লোকজনের কৌতূহলও কম নেই। সম্প্রতি মাত্র দুই সপ্তাহে পেটের মেদ ঝরিয়ে চমকে দিয়েছেন সারা আলি খান। নিজেই শেয়ার করেছেন সেকথা।
পেটের মেদ কমানোর ছবি পোস্ট করে সারা লিখেছিলেন, ‘সত্যি বলতে ছবিটা আপলোড করার সময় খানিকটা অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু মাত্র দু-সপ্তাহে নিজের এতটা পরিবর্তন করতে পেরে গর্ব হচ্ছে।
কারণ, ওজন বিষয়টা চিরকালই আমার জীবনে একটা বড় সমস্যা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওজন নিয়ে অপরাধবোধ থেকে নিজেকে দূরে রাখা।
ফিটনেস একধরনের জার্নি। তাই চালিয়ে যেতে হবে’। ওজন কমাতে সাহায্য করার জন্য ফিটনেস ট্রেনার ডা. সিদ্ধান্ত ভার্গবকে ধন্যবাদও জানিয়েছিলেন সারা।
কিন্তু ওজনটা কমল কীভাবে? এবিষয়টি ফাঁস করেছেন সারার ফিটনেস ট্রেনার ডা. সিদ্ধান্ত ভার্গব। তার কথায়, ‘সারা বেশ কিছুদিনের ছুটিতে লন্ডনে গিয়েছিলেন যখন ফিরে এলেন, তখন ওজন বেড়ে যায়।
এদিকে সারার একটা চ্যাট শো-সহ আরও বেশকিছু কাজের জন্য আগে থেকে শিডিউল ছিল। তার ওপর ওর র্যাম্পে হাঁটার বিষয়ও ছিল। তাই ওকে ঠিকঠাক শেপে ফিরতেই হত।
আর তাই সারা এই সময়টা ক্যালোরির-সীমাবদ্ধ বজায় রেখেই খাওয়া-দাওয়া করতে শুরু করে। সাধারণত সারা সারাদিনে ১৭০০ ক্যালোরি পর্যন্ত খাবার খায়।
তবে ওজন কমাতে সেটা কমিয়ে সারা করেছিল ১২০০ ক্যালোরি। তবে ক্যালোরি কমালেও হাই প্রোটিন ডায়েটই খেয়েছে সারা, সঙ্গে ছিল হাই ফাইবার যুক্ত খাবার। আর ওর খাবারে খুবই সামান্য কার্বোহাইড্রেটই থাকত। ১০০ গ্রাম প্রোটিনের সঙ্গে সারা খেয়েছে ৭০ গ্রাম কার্বোহাইড্রেট, সঙ্গে ৪০ গ্রাম ফ্যাট। আর এর সঙ্গে নিয়মিত শরীরচর্চা তো ছিলই।
সারাকে শিগগিরই দেখা যাবে ‘মার্ডার মুবারক‘, ‘মেট্রো ইন দিনো‘, ‘স্কাই ফোর্স‘ সহ আরও বেশকিছু ছবিতে।