বিনোদন ডেস্ক : অনেকদিন আগেই সিনেমা হল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সেই পরিকল্পনা নিয়ে এবার কথা বলেছেন।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সালমান মনে করেন, ভারতে সিঙ্গেল স্ক্রিন হলের অভাব। সালমান বলেন, লকডাউনের সময় দেশের বহু সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। তবে এখন ধীরে ধীরে ব্যবসায় ফিরছে সেই সিনেমাহলগুলি। যেকারণে ছবিগুলিও ব্যবসা করছে। তবে সালমান জানান, তার থিয়েটার ব্যবসায় আসার ইচ্ছে এখনও রয়েছে।
তিনি আরো বলেন, ‘হ্যা। আমি অনেকদিন ধরেই এই ব্যবসায় আসতে চাইছি। যদিও এটা একটা দীর্ঘ প্রক্রিয়া - জমি কিনতে হবে, সিনেমাহল বানাতে হবে। অনুমতি নিতে হবে, কর্মী নিয়োগ করতে হবে, আরও অনেককিছু। আশা রাখি, আগামী বছর এই কাজ আমি শুরু করতে পারব। ধীরে ধীরে কাজ করব, তবে অবশ্যই করব।’
এর আগের রেস ‘থ্রি’, ‘লাভরাত্রি’ সিনেমার জন্য ডিস্ট্রিবিউটর হিসাবেও ব্যবসা করেছেন সল্লু। আর তখন থেকেই সিনেমা হল খোলার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে মুম্বাইতে নয়, শহরের বাইরেই সিনেমাহল খোলার পরিকল্পনা রয়েছে তার।
সালমান আরও জানান, ‘আমি এই মুহূর্তে ভালো চিত্রনাট্য খুঁজছিলাম। যেখানে অ্যাকশন নয়, ভালো গল্প থাকবে, কমেডি থাকবে। এবং আমি সেটা পেয়েছি। নন অ্যাকশন বলতে যেখানে একটা লক্ষ্য থাকবে, আত্মত্যাগ থাকবে, সততা থাকবে, গান থাকবে, ধামাল থাকবে আবার ক্লাইম্যাক্সও থাকবে।
তবে ১০০ জনের সঙ্গে মারপিট নয়। শারীরিক লড়াই-ই শুধু লড়াই নয়। নাটক, প্রেম, ভালো গল্প থাকতে হবে। যেটা গোটা পরিবার বসে একসঙ্গে দেখতে পারবে।’