বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন।
শুধু যোগই দিয়েছেন এমন নয়, তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নতুন এ রাজনৈতিক দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। খবরটি গতকাল রাতেই চাউর হয়।
তিনি বিএনএম এর মনোনয়ন ফরম নেয়া প্রসঙ্গে বলেন, ‘আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। আসার পরপরই বিএনএম থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর তাদের সঙ্গে আলাপ হয়। তখনই সিদ্ধান্ত চুড়ান্ত করি।’
অন্য কোনো দল থেকে মনোনয়ন না নিয়ে বিএনএমকে কেন বেছে নিলেন জানতে চাইলে এই গায়িকা বলেন, ‘আমার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল তো যোগাযোগ করেনি। বিএনএম থেকে যোগাযোগ করা হয়েছে তাই তাদের হয়ে নির্বাচন করছি।’
নির্বাচনের মাঠে জয়ের ব্যাপারে কতটা আশাবাদি জানতে চাইলে ডলি বলেন,‘আমি তো শতভাগ আশাবাদি। কারণ পাবনা ২ এলাকাটা আমার দাদাবাড়ির এলাকা।
সেখানে আমার সব আত্নীয়স্বজন আছেন। আর এলাকার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তবে নির্বাচনটা অবশ্যই ফেয়ার হতে হবে। ফেয়ার হলে আমি নির্বাচিত হবো এটা শিওর।’
এদিকে গতকাল রাতে ডলি সায়ন্তনী সংবাদ মাধ্যমকে জানান, ‘শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।’
একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে ডলি সায়ন্তনী পরিচিত ছিলেন। তবে বেশ কিছুদিন হলো তিনি গান থেকে খানিকটা দূরে আছেন। নির্বাচত শেষে আবার গানে সক্রিয় হবেন বলে জানান। তার ১৫টি একক অ্যালবাম, ১০০টির উপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবাম প্রকাশ পেয়েছে। এছাড়াও ৭০০টির বেশি চলচ্চিত্রে গান করেছন এই শিল্পী। তার জনপ্রিয় গানের তালিকাও বেশ লম্বা।- কালের কন্ঠ