বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার।
গেল শুক্রবার বাংলা ও হিন্দি ভাষায় ভারতে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর থেকেই বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে অ্যান্টি-হিরো হিসেবে অভিনয় করেছেন জিতু কমল।
আর অ্যান্টি-হিরো হিসেবে জিতুর অভিনয় যে কতটা সুন্দর হতে পারে, তা ‘মানুষ’ সিনেমায় প্রমাণ পেয়েছেন দর্শকরা। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন ,সেই সাথে শেয়ার করেছেন একবার বাংলাদেশে আসার পর তার সাথে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতাও।
সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানান, বাংলাদেশে এসে কাজ করার ইচ্ছে আছে তার। তবে কয়েকবছর আগে ঢাকা এসে এক খারাপ অভিজ্ঞতা হয়েছিল এই অভিনেতার।
২০১৭ সালে জিতু বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট খেলতে। সেই সময় একটা মেলায় গিয়ে পকেটমারি হয়ে যায়। যার ফলে পুরো পকেট ফাঁকা হয়ে যায় এবং মহাবিপদে পড়তে হয়েছিল জিতুকে। অবশ্য এই অবাঞ্ছিত ঘটনাটা বাদ দিলে জিতুর বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা ছিল চমৎকার।
দুই বাংলায় এখন অভিনয়শিল্পীদের অবাধ যাতায়াত রয়েছে। জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা, নুসরাত ফারিয়া এপার বাংলার চেয়ে ওপার বাংলার কাজই বেশি করেন। তাছাড়া, কলকাতার ইধিকা পাল, দর্শনা বণিক ও নিয়মিত কাজ করছেন বাংলাদেশে। সেক্ষেত্রে জিতুর ও বাংলাদেশে অভিনয় করার ইচ্ছে রয়েছে।
জিতুকে এরপর পরপর দুটো ছবিতে দেখা যাবে শ্রাবন্তীর সঙ্গে, ‘বাবুসোনা’ও ‘আমি আমার মতো’।