মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৯:৪৩

বেলাল ও পড়শীর ওই চোখে

বেলাল ও পড়শীর ওই চোখে

বিনোদন ডেস্ক : ‘ওই চোখে’ শিরোনামে সংগীতশিল্পী বেলাল খান ও পড়শীর গাওয়া গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। গানটি করা হয়েছে ‘বেপরোয়া প্রেমিক’ ছবির জন্য।

টাইগার মিডিয়া প্রযোজিত ও এমদাদুল হক মিজান পরিচালিত  এবং মারুফ-মৌমিতা মৌ অভিনীত ‘বেপরোয়া প্রেমিক’ ছবির এ গানটির কথা লিখেছেন অরণ্য সৌমিক ও মিউজিক কম্পোজা রেমো বিপ্লব।

জানা গেছে, এরইমধ্যে ঢাকা এবং পূবাইলের বিভিন্ন লোকেশনে ছবিটির দুইটি লটে শুটিং করা হয়েছে। কাজী মারুফ ও মৌমিতা ছাড়া আরো অভিনয় করেছেন, সাংকোপাঞ্জা, শিবা সানু, ডাক্তার বাবু, আফজাল শরিফ, রীনা খান, ড্যানি সিডাক এবং রেহানা জলি।
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে