বিনোদন ডেস্ক : কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩ এ অভিনয়শিল্পে অবদানের জন্য এই পুরস্কার পান তিনি।
এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত।’
তিনি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’
তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’
‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুইবাংলার সাড়া জাগানো এই অভিনেতা।ৎ
চঞ্চল বলেন, ‘হাওয়া সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির কৃতিত্বটা পুরো টিমের, আমার একার না। সবাই চেষ্টা করেছেন, কষ্ট করেছেন। এ কারণেই একটি সিনেমা হয়েছে।’
লন্ডন ইন্ডিয়ানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে চঞ্চল অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘পদাতিক’। সম্প্রতি তিনি লন্ডন ঘুরে এসেছেন। এ বিষয়ে চঞ্চল বলেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে লন্ডনের চলচ্চিত্র উৎসবে। মুক্তির আগে সেখানে প্রদর্শিত হয়েছে পদাতিক।’ ‘পদাতিক’ ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছে। সূত্র : দ্য ডেইলি স্টার