রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৭:৩৭

নায়ককে হাফ ডজন চড় মারলেন ক্রুদ্ধ সানি, হতবাক প্রত্যক্ষদর্শীরা

নায়ককে হাফ ডজন চড় মারলেন ক্রুদ্ধ সানি, হতবাক প্রত্যক্ষদর্শীরা

বিনোদন ডেস্ক : এবার নায়ককে চর মেরে বসলেন সানি লিওন। তাও আবার একটি দু'টি নয়, পর পর ছয়টি চড় মারলেন তিনি। এতে অভিনেতা একেবারে কুঁকড়ে গিয়েছিলেন।

ক্রুদ্ধ সানি এমন কাণ্ড ঘটিয়েচেন সহঅভিনেতা রজনীশ দুগ্গলকের সাথে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
 
এক প্রতিবেদন বলা হয়েছে, মুম্বাইয়ের ওই পাবে উপস্থিত অনেকেই এ দৃশ্য দেখে  অবাক হয়েছিলেন। রুদ্রমূর্তির সানিকে দেখে ঘোর কাটছিল না উপস্থিত অনেকের। পরে অবশ্য তাদের বিস্ময় কাটে।

তবে চড় সত্যি হলেও, আসলে তা শুটিংয়েরই অংশ ছিল বলে তারা জানতে পারে। ‘বেইমান লাভ’ নামে সিনেমার মধ্য দিয়ে সানি-রজনীশের সেই শ্বাসরুদ্ধকর সেই দৃশ্যটি দেখা যাবে।
০৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে