বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। গল্পের প্রয়োজনে নানা ধরনের দৃশ্যে অভিনয় করেছেন তিনি।
এই গুণী অভিনেত্রী এবার মুখ খুললেন ‘শ্লীলতাহানি’ কিংবা ‘হেনস্তার’ দৃশ্যে অভিনয় করা নিয়ে। নেটফ্লিক্স ফিল্ম অ্যাক্টরস রাউন্ড টেবিলে যোগ দিয়েছিলেন কাজল, সেখানে এমন মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
নিজের অভিজ্ঞতা জানিয়ে কাজল বলেন, যে দৃশ্যে আমার শ্লীলতাহানি করা হয় কিংবা আমাকে হেনস্তা করা হয়- সেরকম দৃশ্যে আমি যখন অভিনয় করি তখন আমার অস্বস্তি হয়।
তবে অতীতে আমি এই ধরণের দৃশ্যে অভিনয় করেছি; এমনটা নয় যে করিনি। কিন্তু বিশ্বাস করুন, সেগুলো খুব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। নিজের অভিনয় দক্ষতা বোঝানোর জন্য ওই দৃশ্যের দরকার নেই।
তিনি আরও বলেন, অভিনেত্রী হিসেবে আমি যখন যে দৃশ্যটা করছি, আমি সেটা অনুভব করি। আমরা নিশ্চয় অভিনেতা। তবে আমার ব্যক্তিগত বিশ্বাস ক্যামেরা মানুষের তৈরি একটা অদ্ভূত ম্যাজিক, যদি আপনি নিজের কাজের সঙ্গে সৎ না থাকেন, তাহলে ক্যামেরা তা ধরে ফেলে।