শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৬:২৭

একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি!

একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি!

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সর্বশেষ চলচ্চিত্র ‘অ্যানিমেল’ বক্স অফিসে অপ্রতিরোধ্য। দর্শক প্রত্যাশা ছাপিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। 

এবার আরো একটি বিশাল মাইলফলকের সামনে অ্যানিমেল। চলতি বছরে বলিউডের তৃতীয় সিনেমা হিসেবে হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে এটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, অ্যানিমেল ১৫ দিনে বিশ্বব্যাপী ৭৯৬ কোটি আয় করেছে। এটি এখন ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে। 

অ্যানিমেল মুক্তির মাত্র আট দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটি আয় করে নেয় এবং মাত্র ১০ দিনের মধ্যে ৭০০ কোটির ক্লাবে প্রবেশ করে। অতিরিক্তি ভায়োলেন্স ও যৌ''নতার কারণে দর্শকদের বিরুপ প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়া সত্ত্বেও সিনেমাটি শাহরুখ খানের ‘জওয়ান’ এবং ‘পাঠান’-এর পাশাপাশি এখন পর্যন্ত ২০২৩ সালের শীর্ষ ৩টি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে। এখন ১০০০ কোটির ক্লাবে প্রবেশের পথে অ্যানিমেল। 

১৫ দিনে ভারতীয় বক্স অফিসে ৪৮৫.১৪ কোটি রুপি আয় করে নিয়েছে অ্যানিমেল। এখন ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির অভিজাত ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে সিনেমাটি। এ বছর ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে শাহরুখের ‘জওয়ান’, ‘পাঠান’ ও সানি দেওলের ‘গাদার ২।

যদিও অ্যানিমেল আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল।

নিখুঁত অভিনয়শৈলী ও চমৎকার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হচ্ছে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি চলচ্চিত্রটি।  ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।

তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে