এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা পেটার হুমকি দিয়েছেন মাহাবুর রহমান মাহাম নামে এক যুবক।
তিনি নিজেকে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকউন্টে একটি ভিডিও পোস্ট করেন মাহাম। সেখানে মাহিয়া মাহির যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মাহিকে নিয়ে বেশ কিছুক্ষণ আপত্তিকর মন্তব্য করেন মাহাম। এক পর্যায়ে জুতা দেখিয়ে বলেন, ‘মাহিয়া মাহি, এই জুতা দেখেছেন? আপনাকে এ জুতা দিয়ে পেটানো উচিত।’
মাহামের বাড়ি তানোর উপজেলার একটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাম নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। তবে মুঠোফোনে মাহাম বলেন, তিনি নৌকার সমর্থক। বর্তমানে দলীয় পদে নেই।
মাহিয়া মাহি গত কয়েকদিন ধরে নিজের প্রচার-প্রচারণায় এ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীকে নিয়ে কথা বলছেন। সবশেষ গত বৃহস্পতিবার তানোরের পাঁচন্দর ইউনিয়নের একটি পথসভায় ওমর ফারুক চৌধুরীকে ইঙ্গিত করে মাহি বলেন, ‘চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই, দিল নেই। তিনি মানুষকে ভালোবাসতে জানেন না।’
এ বিষয়ে ভিডিওতে মাহাম বলেন, ‘এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনো করেন, আপনাকে জুতা দিয়ে পেটানো উচিত। আপনি ওমর ফারুক চৌধুরী সাহেবের বাসার কাজের মেয়ের যোগ্যও না।’
এ বিষয়ে জানতে চাইলে মাহাম বলেন, ‘ভিডিও ছাড়ার পর রাজশাহী থেকে কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন। তারা নানা কথা বলছেন। সে কারণে ভিডিওটি ডিলিট করে দিয়েছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। অভিযুক্ত পক্ষের সঙ্গে আমার কথা বলার প্রয়োজন নেই। কথা বলিওনি। তবে যাকে নিয়ে কথা বলেছে, সেই পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। একটা অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে মাহামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে কে তা দেখা হবে না।’