বিনোদন ডেস্ক: রীতিমতো বক্স অফিস দুমড়মুচড়ে দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন দক্ষিণী তারকা প্রভাস। বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র প্রভাসের ‘সালার : পার্ট ১- সিজফায়ার’ মুক্তির প্রথম দিন আয় করেছে ১৭৮ কোটি রুপির মতো। আর তিনদিনে সিনেমাটির আয় ৩০০ কোটি ছাড়িয়েছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, মুক্তির তৃতীয় দিন ভারতে ৬২ কোটি রুপি আয় করেছে সালার। তিনদিনে ভারতে সিনেমাটির আয় ২১০ কোটির কাছাকাছি। ৩ দিনে বিশ্বব্যাপী সালার আয় করেছে ৩২৫ কোটি রুপি।
এদিকে সালারের সঙ্গে মুক্তি পাওয়া শাহরুখ খানের ডানকি আয়ের নিরিখে অনেকটাই পিছিয়ে সালার থেকে। চারদিনে সিনেমাটি ভারতে আয় করেছে ১০৬ কোটি রুপি।
চতুর্থ দিন ভারতে আয় বেড়েছে ডানকির। সিনেমাটি ঘরোয়া বাজারে ৩১.৫০ কোটি আয় করেছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত হিন্দি বেল্টে ৪৯.৬৭ শতাংশ আসন দখল ছিল ডানকির। ৪ দিনে ভারতে ডানকির আয় এখন ১০৮ কোটির মতো এবং বিশ্বব্যাপী চারদিনে সিনেমাটি ২১৫ কোটি আয় করেছে।
তবে আয়ের নিরিখে অনেক পিছিয়ে থাকলেও ‘ডানকি’ দর্শকদের মন জয় করেছে। সিনেমাটির গল্প ও নির্মাণে সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে শাহরুখের ‘ডানকি’। হিরানির জাদুতে মুগ্ধ করেছেন শাহরুখ খান―এমনটাই রব উঠেছে চারপাশে। রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয় করেছেন।
রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।
অন্যদিকে প্রভাসের ‘সালার’ ব্যাপক অ্যাকশন প্যাকড হওয়ায় মাস অডিয়েন্সের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এর গল্পকে অনেকটাই দুর্বল আখ্যা করছেন দর্শক-সমালোচকরা।
যদিও সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসবে। তবে এসব হিসাব-নিকাশ গুরুত্বপূর্ণ নয় যখন বক্স অফিসের নিয়ন্ত্রণ নিজের দখলে রাখে কেউ। প্রভাস আপাতত বক্স অফিসের চালকের আসনে বসেছেন। তাই দীর্ঘদিন ধরে চলে আসা শাহরুখ-প্রভাসের মহারণটা অনেকটাই একতরফা হতে চলেছে, তা বলাই বাহুল্য।
প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।