বিনোদন ডেস্ক: শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দিয়ে এ বছর বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির রেওয়াজ শুরু হয়। এরপর একে একে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘এনিম্যাল’ এবং শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি’ মুক্তি পেয়েছে। এবার বাংলাদেশে মুক্তি পাবে আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশান অভিনীত ছবি ‘ফাইটার’।
আগামী ২৫ জানুয়ারি ভারতসহ সারা বিশ্বে মুক্তি পাবে হৃতিক রোশান, অনিল কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি।
একই দিনে বাংলাদেশেও মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রযোজক-পরিবেশক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি বলেন, “একই দিনে ছবি মুক্তি দিলে ব্যবসাটা ভালো হয়। ‘জওয়ান’ ও ‘ডানকি’ তার প্রমাণ। আমরা সরকারি নিয়ম মেনেই ছবি আমদানি করব।
তিনি আরো বলেন, ‘বছরে ১০টি হিন্দি ছবি আমদানির অনুমতি রয়েছে। আশা করছি, আগামী বছর ‘ফাইটার’ দিয়ে ছবি আমদানি শুরু হবে। আমরা সব সময় চেষ্টা করব দর্শক যে ধরনের ছবি দেখতে চায় সে ধরনের ছবি আমদানি করতে। বাংলাদেশে হৃতিকের অনেক ভক্ত।
তারা ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। আমরা তাদের সেই আশাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করব।’ ‘ফাইটার’-এ প্রথমবারের মতো দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক।
পাঠানখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই জুটি বাঁধলেন দুজন। হৃতিক-দীপিকা ছাড়াও এতে রয়েছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সঞ্জিদা শেখ ও তালাত আজিজ।
করোনার লকডাউনের সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। জুন মাসে মুম্বাইয়ের শুটিং শেষ হয়, তারপর জুলাইয়ে হয় বিদেশে শুটিং। সিনেমাটি নিয়ে হৃতিক ভক্তদের কৌতূহলের শেষ নেই।