বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করার আগেই মাত্র ২১ বছর বয়সে ৩৩ বছর বয়সি অভিনেত্রী অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সাইফ আলী খান।
১৯৯১ সালে গাঁটছড়া বাঁধেন তারা। প্রায় দেড় দশক সংসার করার পর ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় সাইফ ও অমৃতার। তবে এই বিয়েটি তিনি করেছিলেন তার পরিবারের সদস্যদের না জানিয়েই।
তার প্রায় এক দশক পর ২০১২ সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে চার হাত এক হয় সাইফের।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর পর্বে অতিথি হিসেবে সাইফের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা ও বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
করণ জোহরের ওই কফি-আড্ডায় শর্মিলা জানান, অমৃতার সঙ্গে নিজের ছেলের বিয়ের কথা জানতে পেরে নাকি খুব কষ্ট পেয়েছিলেন তিনি।
সাইফ বলেন, আমাকে মা ডেকে বললেন, ‘আমরা জানি কিছু একটা ব্যাপার চলছে’, তো আমি তখন পুরো ঘটনাটা বললাম। মা আমাকে তখন বললেন, ‘ঠিক আছে, শুধু বিয়ে করে ফেলো না’। আমি তখন জানাই যে গতকালই আমি বিয়ে করে ফেলেছি।
সেই সময়ের স্মৃতিচারণ করে সাইফ জানান, তার কথা শুনে নাকি চোখে জল চলে এসেছিল শর্মিলার। শর্মিলার কথায়, ‘আমি আগে অমৃতার সঙ্গে দেখা করেছিলাম, আমার ওকে ভালোও লেগেছিল।’
শর্মিলা তার পরে জানান, তিনি বা সাইফের বাবা ও ভারতীয় ক্রিকেট তারকা প্রয়াত টাইগার পতৌদি কখনো ভাবেননি যে, সাইফ তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবেন!
২০০৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন সাইফ ও অমৃতা। তবে বিয়ের সময়ের ভুল আর করেননি সাইফ। বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রথম শর্মিলাকেই জানিয়েছিলেন অভিনেতা।