রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৩:৪৯

গানের আসরে বড় দুর্ঘটনা!

গানের আসরে বড় দুর্ঘটনা!

বিনোদন ডেস্ক: ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বইমেলায় শনিবার ছিল অনুপম রায়ের গানের আসর। সেখানে ভিড়ের চাপে গেট ভেঙে বিপত্তি ঘটে। 

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা যাওয়া হয়েছে। এ ঘটনার জেরে বাতিল করা হয় অনুষ্ঠান।

বইমেলার প্রধান আয়োজক তুষারকান্তি দাস বলেন, ‘আসরে উপচে পড়া ভিড় হয়। হাজারো মানুষ এসেছিলেন অনুপম রায়ের গান শুনতে। তখন আবেগ ধরে রাখতে পারেননি শ্রোতারা। সে কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। যারা আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

জানা গেছে, অনুপমের শো দেখতে দেগঙ্গা ও আশপাশের অন্তত ১০টি ব্লক থেকে মানুষ এসেছিলেন। বইমেলা প্রাঙ্গণে অন্তত ৩০ হাজার মানুষের সমাগম হয় শনিবার। 

ব্যারিকেড করে দেওয়া হয়েছিল মূল ফটকে। হাজারো মানুষ হুড়মুড়িয়ে বইমেলায় ঢুকতে গেলেই বিপত্তি ঘটে। এই বিপুল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গেলে পড়ে গিয়ে জখম হন অনেকে। পরে বইমেলা কমিটির তৎপরতায় ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে