বিনোদন ডেস্ক : আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘হুব্বা’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
সাফটা চুক্তির আওতায় একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে গতকাল রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এর আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম।
সিনেমায় কাজ করার প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত কোনো কাজই ওভাবে বলতে পছন্দ করি না যে, এটা অসাধারণ হয়েছে। আমি ডাবিংয়ে যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে, দারুণ কাজ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার- আমার পরিচালক ও প্রযোজক দারুণ উচ্ছ্বাসিত।’
তিনি আরও বলেন, ‘সিনেমায় নিজের চরিত্র মানিয়ে নিতে খুব বেশি স্ট্রাগল ছিল না। যুদ্ধ করে তো চরিত্রকে জয় করা যায় না। এটাকে স্ট্রাগল না বলে ভালোবাসাই বলব। ধীরে ধীরে, সময় নিয়ে ভালোবাসি। আসলে আমি স্ট্রাগল করি না। স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না।
কথা কথায় তিনি আরও বলেন, ‘আমার পরিবার কখনো আমাকে বাজারেও পাঠাতে পারেনি। কখনো কোনো আত্মীয়স্বজনকে দাওয়াত দিতে যেতে হবে, তখন আমি পালিয়ে যেতাম। কারণ ওখানে যাওয়াটা আমার কাছে ফাও পরিশ্রম মনে হতো। আমি এসব করতাম না।
এজন্য বাড়ির সবাই আমাকে “কামচোরা” বলত। বাকি সবাই করে, আমি করি না। অনেকেই আমাকে বলেন, আপনার ক্যারিয়ারে কোনো স্ট্রাগল আছে কি না? আমি বলি, নো স্ট্রাগল। পরিশ্রম করার লোকই আমি না। তবে হ্যাঁ, থিয়েটার করার জন্য আমি যদি ১০ মাইল হেঁটে যাই, এই হেঁটে যেতে যদি আমার আনন্দ লাগে তাহলে সেটাকে আমি স্ট্রাগল কেন বলব? এটাকে আমি ভালোবাসা বলব।’