বিনোদন ডেস্ক : শিরোনাম দেখে অবাক হলেও বিষয়টা অনেকটাই এমন! গুটি গুটি পায়ে বাংলা সিনেমার জগতে ১৮ বছর পার করে ফেললেন অভিনেতা দেব। রবিবার সকালে একটা লম্বা পোস্ট করে সেটা জানালেন টলিউডের সুপাস্টার, তৃণমূলের সংসদ সদস্য দেব। বললেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন তিনি।
নিজের এক্সে (টুইটার) দেব লিখেছেন, ‘হ্যালো সবাইকে! অবশেষে আজকে প্রাপ্তবয়স্ক হলাম।মানে ইন্ডাস্ট্রিতে ১৮ বছর হল আর কি! বছরের পর বছর ধরে ভালোবাসা, সমর্থন এবং আশীর্বাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতি বছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে বিশেষ কিছু আছে আপনাদের জন্য।’
১৮ বছর উপলক্ষে করা পোস্টটিতে ‘অগ্নিশপথ’ সিনেমার পোস্টারও শেয়ার করে নিলেন তিনি। যা মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।
দেবের ভালো নাম দীপক অধিকারি। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপার হিট উপহার দিয়েছেন। তবুও বারবার সমালোচনার মুখে পড়েছেন বাংলা উচ্চারণ নিয়ে।
এখনও সামাজিক মাধ্যমে দেবকে ট্রোল করার জন্য রয়েছে একাধিক পেজ। তাতে অবশ্য ভাঁটা পড়েনি জনপ্রিয়তা একচুলও। বরং, বিগতক কয়েক বছরে টলিউডে যে কটি হিট এসেছে, তার অধিকাংশই দেবের থেকে।
দেবের সর্বশেষ সিনেমা ‘প্রধান’ পেয়েছে ব্লকবাস্টারের খেতাব। ডিসেম্বরের শেষ সপ্তাহে সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।
ইতিমধ্যেই ৫ কোটির বেশি আয় করে ফেলেছে প্রধান। একইদিনে মুক্তি পাওয়া, এসভিএফ প্রযোনা সংস্থার ‘কাবুলিওয়ালা’কে পিছনে ফেলেছে অনেকটাই আয়ের অঙ্কে। ২০২৩ সালের শুরুটা করেছিলেন দেব অবশ্য ব্যোমকেশ দিয়ে।
শরদিন্দুর এই বিখ্যাত গোয়েন্দা চরিত্রে এর আগেও বহু নায়ককে দেখেছে বাঙালি। তাই দেবব্যোমকেশ করবে শুনে নাক সিঁটকেছিলেন অনেকেই। যদিও সিনেমা রিলিজ করলে দেখা যায়, হলে মন্দ লোক হচ্ছে না। হিট হয় সিনেমা।
এরপর পুজায় মুক্তি পায় ‘বাঘাযতীন’। পুজোয় মুক্তি পাওয়া একগুচ্ছ সিনেমার মধ্যেও হলে ছিল দেখার মতো ভিড়।
২০২৪ সালে দেবের দুটি প্রজেক্ট মুক্তির কথা রয়েছে, ‘খাদান’ আর ‘টেক্কা।’ ২০১৬ সালে সৃজিতের পরিচালনায় ‘জুলফিকার’ ছবিতে কাজ করেছিলেন দেব।
তারপর কেটে গেছে সাত বছর। ফের ‘টেক্কা’ দিয়ে এক হচ্ছে পথ। ‘খাদান’ আসছে জলদি। পরিচালক সঞ্জয় রিনো দত্ত। একইসঙ্গে উত্তম কুমারের নায়ককে নতুন করে আনার কথা চলছে। জলদি শুট শুরুর কথা চলছে রঘু ডাকাতেরও।