বিনোদন ডেস্ক : রণবীরের সঙ্গে ব্রেকআপের পর সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ক্যাটরিনা কাইফের। আর তাদের এই ঘনিষ্ঠতায় মোটেও খুশি হতে পারছেন না সালমান খানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুর! এমন গুঞ্জন যখন বলিউডে, তখন লুলিয়া জানিয়েছেন ভিন্ন কথা।
জানা গেছে, ভাইজান-এর সঙ্গে ক্যাটের নতুন করে বন্ধুত্ব সবাই মেনে নিলেও, লুলিয়া কিন্তু প্রাক্তন বান্ধবীর সঙ্গে এতটা সখ্যতা একদমই মেনে নিতে পারছেন না। যথন এ হচ্ছে গুঞ্জন, তখন লুলিয়া তার ঘনিষ্ঠ মহলে নিজের মুখেই জানিয়েছেন সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক গড়ে উঠেছে ঠিকই, কিন্তু, তার জন্য নিজেকে কখনওই অসুরক্ষিত মনে হয় না তার।
প্রসঙ্গত, বিগ বস ৯-এর গ্র্যান্ড ফিনালে-তে হাজির হয়েছিল টিম ফিতুর। সেখানে হাজির ছিলেন আদিত্য রয় কাপুর এবং ক্যাটরিনা কাইফ। ওই দিন সেখানে হাজির ছিলেন লুলিয়াও। বেশ হাসি মুখেই দেখা গিয়েছে তাকে।
এমনকি, কমেডি নাইটস-এও সালমান যখন শোতে গিয়ে ক্যাটের সঙ্গে দেখা করেন, তা নিয়েও বেশ নিরুত্তাপ ছিলেন সালমানের রোমানিয়ান এই বান্ধবী।
এদিকে, সালমান এবং তার ঘনিষ্ঠ মহলে আরও বেশি করে মেলামেশার জন্য লুলিয়া নাকি হিন্দি শিখতে শুরু করেছেন। তাই সব কিছু মিলিয়ে গুজবে কান না দিয়ে, আপাতত সালমানের সঙ্গে আরও বেশি করে ঘনিষ্ঠ হতে চাইছেন লুলিয়া।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন