সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩৭:০১

কন্যা সুহানির রোগের কথা জানানো হয়নি আমির খানকে!

কন্যা সুহানির রোগের কথা জানানো হয়নি আমির খানকে!

বিনোদন ডেস্ক : মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশ পাড়ি জমিয়েছেন আমির খানের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগার। অভিনেত্রীর এমন অকাল মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। 

বিরল ব্যাধি ডার্মাটোমায়োসাইটিসের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। তবে সুহানির রোগের বিষয়ে কিছুই জানতেন না তাঁর পর্দার বাবা আমির খান। দঙ্গল-এ আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সুহানি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, সদ্য একটি সাক্ষাৎকারে সুহানির মা জানিয়েছেন, ‘দঙ্গল’-এর সহ-অভিনেতা আমির খানকে তাঁর মেয়ের রোগ বা স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানানো হয়নি।

সুহানির বাবা-মা বলেছেন যে প্রায় ১১ দিন আগে, সুহানিকে এইমস’ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে পরীক্ষায় জানা যায় যে সে ডার্মাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত। এটি একটি বিরল অটোইমিউন রোগ।

এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সুহানির মা বলেন, ‘আমির স্যার সবসময় যোগাযোগ করেন। তিনি একজন চমৎকার মানুষ। তিনি সবসময় সুহানির সঙ্গে যোগাযোগ রাখতেন। আমরা তাকে জানাইনি কারণ আমরা ইতোমধ্যেই খুব বিরক্ত ও চিন্তায় ছিলাম।

তাকে (আমির খান) সহ কাউকেই বলিনি। তবে আমরা যদি তাকে একটি টেক্সট পাঠাতাম, তিনি অবিলম্বে প্রতিক্রিয়া জানাতেন এবং আমাদের ব্যক্তিগতভাবে কল করতেন। তিনি শুরু থেকেই সুহানির সঙ্গে ভাল সম্পর্ক রেখেছিলেন।’

সুহানির মা আরো জানান, সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতেও তাদের নিমন্ত্রণ করা হয়েছিল। তিনি সবসময় তাদের সঙ্গে ভাল সম্পর্ক রেখেছেন।

নিজের মেয়েকে নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, ছোটবেলা থেকে সুহানি মডেলিং করতো। ২৫,০০০ শিশুর মধ্যে থেকে তাকে ‘দঙ্গল’-এর জন্য বেছে নেওয়া হয়েছিল। সুহানি ছোটবেলা থেকেই ক্যামেরা-বান্ধব ছিল। বর্তমানে সে গণযোগাযোগ ও সাংবাদিকতায় একটি কোর্স করছিল এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিল। পড়াশোনা শেষ করে চলচ্চিত্রে কাজ করতে চেয়েছিলেন সুহানি। তবে জীবনের কাছে হার মানতে হয় তাকে।

বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে ফাতিমা সানা শেখ, সানায়া মালহোত্রা, জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনাগার ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। সিনেমাটিতে এই চারজনই আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। 

যার মধ্যে ছোটবেলার দৃশ্যে অভিনয় করেন জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনাগার। সুহানি তাঁর পরিবারের সঙ্গে ফরিদাবাদে থাকতেন। পড়াশোনা শেষ করতে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি জমালেন অভিনেত্রী। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লির আজরোন্দা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত বলিউড তারকাগন ও অসংখ্য ভক্ত অনুরাগী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে