বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৬:১৫

নতুন সম্পর্কে জড়িয়েছেন আরফিন রুমি : কামরুন্নেসা

নতুন সম্পর্কে জড়িয়েছেন আরফিন রুমি : কামরুন্নেসা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি তার দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে ডিভোর্স দিয়েছে। এখবর এখন টক অব দ্য কান্ট্রি। চলছে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা ও সমালোচনা।

এরমধ্যে ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসা। তার দাবী, ‌‘রুমি আমার সঙ্গে প্রতারনা করেছে’। এমন দাবী তিনি একটি গণমাধ্যমের কাছে করেন।

কামরুন্নেসা বলেন, ‘আমি অক্টোবরে নিউ ইয়র্কে বেড়াতে আসি। গত ৩০ জানুয়ারি রুমির সঙ্গে আমার কথা হয়। ফোনে রুমি আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন। এমনকি আমাকে তার বাসাতেও আসতে মানা করে। আমি এই নিয়ে তার সঙ্গে বেশি কথা বলিনি। কিন্তু আজ বিভিন্ন অনলাইনও সংবাদমাধ্যেমে ডিভোর্সের খবর প্রকাশ হয়েছে। এসব দেখে আমি হতবাক হয়েছি।

কামরুন্নেসা দেশে ফিরে এ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার দাবী তিনি এখনও কোন ডিভোর্স পেপার পান নি। কামরুন্নেসা মনে করছেন, রুমি নতুন কোন সম্পর্কে জড়িয়েছেন যার জন্য এই ডিভোর্স দিতে চাচ্ছেন।

কামরুন্নেসার দাবী, রুমি আমার নামে মিথ্যে বদনাম রটাচ্ছে। সে জানিয়েছে, রুমির মাও তার সাথে বাজে ব্যবহার করত। রুমিও অশোভন আচরণ করত বলেই জানিয়েছেন তিনি। তার প্রশ্ন, বিয়েটা কি পুতুল খেলা নাকি?

এদিকে মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কামরুন্নেসা। আজ সন্ধ্যায় তিনি পুত্র আয়ানকে নিয়ে দেশে ফিরছেন।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে