রবিবার, ০৩ মার্চ, ২০২৪, ০১:৪৩:১৬

এই লজ্জা আমার নয়: জায়েদ খান

এই লজ্জা আমার নয়: জায়েদ খান

বিনোদন ডেস্ক: গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জায়েদ খানকে। এদিকে দীর্ঘ ১২ বছর পর রোজার ঈদে মুক্তি পাবে তাঁর ছবি। জায়েদের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

গতকালের পিকনিকে যাননি কেন?
পিকনিকে দাওয়াতই পাইনি। সাধারণ শিল্পী হিসেবে অবশ্যই দাওয়াত পেতে পারতাম। সেটা থেকেও আমাকে বঞ্চিত করা হলো। এই লজ্জা কিন্তু আমার নয়, বর্তমান কমিটির। কতটা হিংসাত্মক মন-মানসিকতার হলে কেউ এমন করতে পারে!  এখানে অনেক গুণী শিল্পী আছেন, তাঁরাও কেন চুপ আছেন, বুঝি না।

গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ হারিয়েছেন, কারণ জানতে পেরেছেন?
আমাকে চিঠি না দিলে জানতে পারব না। সাধারণত তিনটি কারণে শিল্পী সমিতি থেকে সদস্য পদ স্থগিত হয়। প্রথমত, কেউ সমিতি পরিপন্থী কিছু করলে। দ্বিতীয়ত, ফৌজদারি মামলায় পড়লে।

তৃতীয়ত, সময়মতো চাঁদা পরিশোধ না করলে। আমি তো তিনটির কোনোটিই করিনি। শুনলাম, কারণ হিসেবে সাধারণ সভায় বলা হয়েছে, আমি সমিতিকে হেয় করে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছি। কেউ কি সেটা দেখাতে পারবেন? আমি ব্যক্তি নিপুণ আক্তারকে নিয়ে কথা বলেছি। এখন একজন ব্যক্তি তো একটি প্রতিষ্ঠান হতে পারেন না।

তা ছাড়া একজন শিল্পীর সদস্য পদ স্থগিত করতে হলে পর পর তিনটি চিঠি দিতে হয়। আমি একটি চিঠিও পাইনি। আসলে আমি যেন শিল্পী সমিতির নির্বাচনে না যেতে পারি, ভোট না দিতে পারি সেই কারণেই তারা এই কাজ করেছে।

এ বিষয়ে আপনি কী পদক্ষেপ নেবেন?
চিঠি না পেলে কিছু বলতে পারছি না। তারা গতকাল একই সঙ্গে সাধারণ সভা ও পিকনিক করেছে। খোঁজ নিয়ে দেখেন তো পিকনিকে কতজন শিল্পী হাজির ছিলেন। আর খোলা জায়গায় কি কখনো সাধারণ সভা করা যায়? তারা যেটা করছে সেটা সম্পূর্ণ সমিতির আইন পরিপন্থী। সদস্য পদ হারানোর চিঠি পেলে আইনি ব্যবস্থা নেব। এই অবৈধ সাধারণ সম্পাদককে আর ইচ্ছামতো কাজ করতে দেওয়া যাবে না।

ঈদে তো আপনার ‘সোনার চর’ মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নিয়ে কতটুকু আশাবাদী?
এই ছবিতে নিজেকে ভেঙেছি, নায়ক থেকে বের হয়ে অভিনেতা হয়েছি। জানি না কতটুকু পেরেছি, তবে ট্রেলার প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। সবাই ছবির গল্প, গান ও সংলাপের প্রশংসা করছেন। ঈদে সাধারণত পরিবার নিয়ে সবাই হলে যায়। এই ছবি পরিবার নিয়ে দেখার মতো। দীর্ঘ ১২ বছর পর ঈদে আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে আপনার কাজ করার কথা শোনা গিয়েছিল। সেটার কী অবস্থা?
মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করার ইচ্ছা তো সবার, আমিও ব্যতিক্রম নই। আমাদের একটি কাজ হবে। তবে সেটা কবে, কী কাজ, এখনই তা বলতে পারছি না। সময় হলে জানতে পারবেন।

নতুন আর কী করছেন?
দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নতুন নির্মাতা তাঁরা। এর আগের একটি ছবি মাঝপথে থেমে আছে শত্রুদের কারণে। এবার শুটিং না করে আর কিছু বলতে চাই না। ঈদের পরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি যাব শো করতে। এটিও আমার কাছে বড় ব্যাপার। অস্ট্রেলিয়া আমার খুব পছন্দের দেশ, সেখানে শো করতে পারব ভেবে ভালো লাগছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে