বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৩:৫৬

মা সব জানেন : ক্যাটরিনা

মা সব জানেন : ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : রণবীরের সাথে ক্যাটরিনার ব্রেকআপ হয়েছে কয়েকদিন হলো। তবে এই ব্রেকআপ নিয়ে রণবীর এখনও কিছু না বললেও ক্যাটরিনা কিন্তু এনিয়ে খোলামেলাভাবেই বলেছেন।

আগে একবার ক্যাটরিনা বলেছিলেন, জীবনে ভালবাসাকে বেশি গুরুত্ব দিয়ে ভুল করে ফেলেছেন, ব্রেকআপের পর পরই এমনই জানিয়েছেন ক্যাটরিনা। আর এবার বললেন, তার ‌‘লাভ লাইফ’ নিয়ে মা সব জানেন।

সম্প্রতি, রণবীর এবং ক্যাটরিনার ব্রেকআপের পর ক্যাটের মা নাকি ফোন করেছিলেন রণবীরের মা নিতু কাপুরকে। রণবীর এবং ক্যাট যাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন, তার জন্যই নাকি চেষ্টা করেছেন ক্যাটের মা l যদিও, ক্যাটরিনার মায়ের ফোনের জবাবে ঋষি কাপুরের স্ত্রী নিতু কী বলেছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

তবে, ক্যাটরিনার ব্রেকআপ নিয়ে তার মা যে বেশ চিন্তিত আর পাঁচটা সাধারণ ঘরের মায়েদের মতই, তা ক্যাটের কথা থেকেই এবার স্পষ্ট। যদিও, ব্রেকআপের পর আবার যে রণবীরের সঙ্গে ভাব করবেন ক্যাটরিনা, সে বিষয়ে আশা না করাই ভালো।

বলিউডের একাংশের মতে, রণবীরের ইদানিং নাকি আলিয়া ভাটের সঙ্গে ‘বেশ ভালো সম্পর্ক’ হয়েছে। আর তার জেরেই দূরে সরে গিয়েছেন ক্যাটরিনা। যদিও, আলিয়া কিম্বা রণবীর এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি। অন্যদিকে, ব্রেকআপের পর নিজেকে ব্যস্ত রাখতে, ফিতুরের প্রমোশন নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে