বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১২:২১

বলিউড তারকাদের প্রেমে শনির প্রভাব, ভেস্তে যাচ্ছে সম্পর্ক

বলিউড তারকাদের প্রেমে শনির প্রভাব, ভেস্তে যাচ্ছে সম্পর্ক

বিনোদন ডেস্ক : বলিউড কাপলদে উপর বোধ হয় শনির দশাই লেগেছে। যার কারণে একের পর এক বিচ্ছেদের ঘটনা ঘটে যাচ্ছে। যেমন এ বছরটা শুরুই হয়েছিল রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের ব্রেকআপ নিউজ দিয়ে।

তারপর বলিউড এখন সরগরম আরও এক ব্রেকআপ কহানি নিয়ে। এই গল্পের নায়ক-নায়িকার নাম বিরাট কোহলি এবং অানুষ্কা শর্মা। টুইটার এবং ইনস্টাগ্রামে দুজন দুজনকে আনফলো করা দিয়ে শুরু করে জল যে অনেক দূর গড়িয়েছে তা বোঝা যায় যখন বিরাট একটি সেলফি আপলোড করেন যার টাইটেল ছিল ‘ব্রেকআপ সেলফি’। যদিও সঙ্গে-সঙ্গে তা মুছেও দেন সেই সোশ্যাল মিডিয়া থেকে। তবুও ভক্তদের চোখকে ফাঁকি দেওয়া কি অতই সহজ?

কাছের মানুষজন বলছেন বিরাট-অনুষ্কার গল্পে নাকি ইতিমধ্যেই ইতি পড়েছে। যদিও আনুষ্কাকে মন থেকে পুরোপুরি মুছে ফেলতে নাকি বেশ নাকানি চোবানি খাচ্ছেন টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন… নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এত সুন্দর একটা রিলেশনশিপে হঠাৎ ব্রেক পড়ল কীভাবে? শোনা যাচ্ছে বিয়ে করা নিয়েই নাকি যত গন্ডগোল! তবে সঠিকভাবে যদিও কিছু বলা যাচ্ছে না। সবই অনুমান।
 
এদিকে রণবীর সিংহ-এর সঙ্গে অানুষ্কার কেমিস্ট্রি নাকি দিন-দিন বেড়েই চলেছে। ‘সুলতান’-এ কাস্ট হওয়ার পর অানুষ্কার জন্য ‘খুব খুশি’ হয়ে সে কথা ফলাও করে জানিয়েছিলেন তিনি।

অানুষ্কাও এক অ্যাওয়ার্ড ফাংশনে রণবীরকে দেখে নাকি রীতিমত জড়িয়ে ধরেন। রণবীর-ক্যাটরিনার ব্রেকআপের পর ক্যাটরিনা নাকি আবার একটু-একটু করে ফিরে যাচ্ছেন তার এক্স বয়ফ্রেন্ড সালমানের কাছে। সব দেখে অনেকেরই মনে হচ্ছে যে ‘তবে কি ক্যাটরিনার পথই অনুসরণ করে আবার এক্স বয়ফ্রেন্ড রণবীর সিংহ-এর কাছেই ফিরে যেতে চাইছেন অানুষ্কা!’
 
এমনটা হলে তো দীপিকার রণবীর সিংহ-কে ছেড়ে ফের রণবীর কাপুরে মজে যাওয়ার সম্ভাবনাও প্রবল! তা হলে দেখা যাচ্ছে সম্পর্কের ব্যাক ক্যালকুলেশনের যে ট্রেন্ড শুরু হয়েছে এবছর সেটা মেনে চললে কিন্তু নেক্সট ব্রেকিং নিউজ হতে চলেছে রণবীর এবং দীপিকার প্যাচ আপ! যদিও আগামীদিনে আমাদের এই ‘অনুমান’ সত্যির রূপ ধরে সামনে আসবে কি না তা সময়ের হাতেই তোলা থাকুক।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে