বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের ৫ম জন্মদিন।
এই বিশেষ দিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে জন্মদিনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন বুবলী! যে ভিডিও নিয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলকালাম!
বুবলীর শেয়ার করা ভিডিও ক্লিপটি প্রায় সাড়ে ৫ মিনিটের। যেখানে তিনি একমাত্র ছেলেকে নিয়ে নিজের একান্ত আবেগঘন কিছু অনুভূতির কথা বলেছেন কাব্যিক ঢঙে!
মা ও সন্তানের মায়ার কথা তুলে ধরে সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, “২১ মার্চ, এই তারিখটি সারা জীবনের জন্যে তুমি আমার কাছে শ্রেষ্ঠ করে দিলে বাবা।
আমার বাপজান, আমার লক্ষ্মী বাপজান। এই দিনটিতেই তুমি পৃথিবীতে এসেছিলে। এই সেই সেরা সময়। যখন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। ঠিক তুমিও তখন আমাকে জন্ম দিয়েছো বাবা। মা হিসেবে আমার নতুন জন্ম। তোমার নানুমা সব সময় একটা কথা বলতেন, মা হলে বুঝবি কেন আগলে রাখি। আমি এখন সত্যিই বুঝি মা শব্দের মানে।”
বীরের জন্মদিনে সেই ভিডিওতে করোনা মহামারির সময়ে ভিনদেশে সন্তানকে নিয়ে কীভাবে কাটিয়েছেন, মা হিসেবে একা চলার কঠিন বাস্তবতার কথাও উঠে এসেছে বুবলীর কণ্ঠে। বুধবার মাঝরাতে ছেলেকে নিয়ে পোস্ট করা বুবলীর সেই ভিডিওটি প্রশংসাও পাচ্ছছিলো বেশ! কিন্তু সেই সময়েই নতুন বিতর্ক উস্কে দিলেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমনি।
নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’
স্ট্যাটাসে বুবলীর নাম না নিলেও পরীর খোঁচাটি যে বুবলীকে উদ্দেশ্য করেই, মুহূর্তেই নেটিজেনরা তা বের করে ফেলেন। তারজন্য খুব একটা অতীত খুঁড়তে হয়নি। গেল বছর আগস্টে একমাত্র ছেলে রাজ্যের জন্মদিনে পরী ভিডিও আকারে একটি খোলা চিঠি প্রকাশ করেছিলেন।
ছেলের জন্য সেই ভিডিওতে আবেগমাখা কণ্ঠে নিজের মনের সব কথা প্রকাশ করেছিলেন পরীমনি। সেই ভিডিওর কথা, মিউজিক, ভয়েস টোনের সাথেই হুবুহু মিল খুঁজে পেয়েছেন বুধবার মধ্যরাতে প্রকাশ করা বুবলীর সেই ভিডিও ক্লিপটির! আর তখনই সরব হন পরী ও তার অনুসারীরা!
যদিও পরীর ওই স্ট্যাটাসের পর আত্মপক্ষ সমর্থন করে ভিডিওর নিচে দীর্ঘ মন্তব্য পোস্ট করেন বুবলী। সেখানে পরীর উদ্দেশ্যমূলক স্ট্যাটাসের উত্তর বুবলী দিয়েছেন এভাবে,“পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।
কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই। শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই-একজন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবনসংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয় না…।”
বুবলীর এমন মন্তব্যের পর আবারও পাল্টা স্ট্যাটাস দেন পরীমনি। লিখেন, “হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোল-তাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখল ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল। আমি শিউর।”
দুই নায়িকার এমন উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য আর পাল্টা স্ট্যাটাসে নেটিজেনরাও নিয়েছেন পক্ষ বিপক্ষ। সংবাদমাধ্যমও দুই নায়িকার এমন কাদা ছোড়াছুড়ির নাম দিয়েছে ‘ভার্চুয়াল যুদ্ধ’! দেখা যাক, শেষ পর্যন্ত অন্তর্জালের এই যুদ্ধ কোথায় গড়ায়!