বিনোদন ডেস্ক: বদলে গিয়েছেন "কালীন ভাইয়া"? সম্প্রতি মুম্বাই সংবাদসংস্থার কাছে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী মুখ খুলেছেন তার জীবন দর্শন নিয়ে। কী বলেছেন অভিনেতা?
চাঁছাছোলা সংলাপ, নিখুঁত অভিনয় - স্ক্রিনে পঙ্কজ ত্রিপাঠী মানেই দর্শক অপলক! একটা সিন যেন মিস না হয়। থিয়েটারের মানুষ। ছোট ছোট চরিত্র দিয়েই শুরু করেছিলেন বলিউডে অভিনয় যাত্রা। "গ্যাংস অফ ওয়াসেপুর" তাঁকে নতুন পরিচিতি দিয়েছে।
এরপর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। শুধু অভিনয় নয়, নিজের জীবন দর্শন দিয়েও তিনি জায়গা করে নিয়েছেন অগণিত অনুরাগীদের মনে। সম্প্রতি তিনি নজর করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে।
অভিনেতা জানিয়েছেন, অটলের চরিত্র তাকে অনেকটা বদলে দিয়েছে। কীভাবে? অভিনেতার কথায়, "তার মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি। কিন্তু অটল"জিকে নিয়ে এই ছবির অংশ হওয়া আমার জন্য সত্যিকারের সম্মানের বিষয় ছিল। এটি আমার উপর একটি শক্তিশালী ছাপ রেখে গিয়েছে।"
তিনি বলেন, “তার বক্তৃতা যেন ম্যাজিক। তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশতেন তা সত্যিই চিত্তাকর্ষক ছিল। এই ছবির পরে অটলজির প্রতি আমার শ্রদ্ধা আরও গাঢ় হয়েছে। কথা এবং কাজ দিয়ে কীভাবে অগণিত মানুষকে অনুপ্রাণিত করা যায়, ইটা আমি ওনার জীবন থেকেও শিখেছি।”
প্রধানমন্ত্রী মনে করতেন, দেশের জন্য শান্তিই শেষ কথা। একজন রাজনৈতিক লিডার হিসেবে এই ভাবনা ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের জন্য তথা দেশের জন্য। এই ভাবনা-ই দেশ ও রাজনীতির প্রতি অভিনেতাকে নতুন দৃষ্টিকোণ দিয়েছে।