বিনোদন ডেস্ক: আল্লু অর্জুন বর্তমানে 'পুষ্পা ২'-এর শ্যুটিং শেষ করতে ব্যস্ত। ছবিটি চলতি বছর মুক্তি পাওয়ার কথাও রয়েছে এবং পরিচালক সুকুমার প্রেক্ষাগৃহে একটি বড় ধরনের মুক্তির জন্য প্রস্তুতিও নিচ্ছেন।
তবে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এলেও, সিনেমা সংক্রান্ত সমস্ত তথ্য বেশ গোপন রাখা হয়েছে। নতুন রিপোর্টে নির্মাতারা ছয় মিনিটের একটি দৃশ্যের শ্যুটিং করতে প্রায় ৬০ কোটি টাকা খরচ করেছেন এবং শ্যুটিং সম্পূর্ণ করতে প্রায় ৩০ দিন সময় লেগেছে বলেও জানা যায়।
সূত্রের খবর, এই দৃশ্যটি গঙ্গামা জঠারা এবং একটি লড়াইকে তুলে ধরবে। এদিকে, পুষ্পা ২-এর বাজেট ৫০০ কোটি টাকা বলেও খবর রয়েছে। তবে ছবিটি ইতিমধ্যেই টি-সিরিজের কাছে বিশ্বব্যাপী গানের রাইটস এবং হিন্দি স্যাটেলাইট রাইটস-এর জন্য ৬০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
আরও বলা হচ্ছে যে স্টার মা তেলুগু স্যাটেলাইট স্বত্বও কিনেছে। এর অর্থ এখনও অজানা। এদিকে, নেটফ্লিক্স ১০০ কোটি টাকা দিয়ে ডিজিটাল স্ট্রিমিং অধিকার কিনেছে বলেও খবর। নির্মাতারা এখনও এই দাবিগুলি নিয়ে মুখ খোলেননি বা কোনও বিবৃতিও জারি করেননি।