বিনোদন ডেস্ক : তিনি কি সালমান খানের গার্লফ্রেন্ড? বলিপাড়ায় এ নিয়ে জল্পনা শেষ নেই। সালমান মানুক আর নাইবা মানুক, তবে নিজের কাজে লুলিয়া বান্তুর বুঝিয়ে দেন তিনিই সালমানের প্রেমিকা৷ আর তাই ভ্যালেন্টাইন্ড ডে-তে নায়কের জন্য এমনই কথা বললেন লুলিয়া৷
কিছুদিন আগে সালমানের ৫০ তম জন্মদিনেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি সালমানের প্রেমিকা৷ অন্য দু’একজন নায়িকার সঙ্গে ভাইজানের ঘনিষ্ঠতা একদম মেনে নিতে পারেননি৷ সালমান নিজে অবশ্য প্রেমিকার আবেগে পাত্তা দেননি৷ সে নিয়ে অনেক ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে৷ কিন্তু তাতে কি! ভালোবাসা দিবসে সে সব কথা মাথায় রাখেননি রোমানিয়ান সুন্দরী। আর তাই সালমানকে চিঠিতে জানিয়ে দিলেন- আমার অর্ধেকটা তুমি, বাকি অর্ধেকও তোমারই৷ শুধু প্রেমিকাই নন, সালমানের ‘বেটার হাফ’ হওয়ার পথেও যে তিনিই আছেন, সে কথাই এক লাইনে বুঝিয়ে দিলেন লুলিয়া?
সম্প্রতি ক্যাটরিনা কাইপের সঙ্গে রণবীরের বিচ্ছেদ ও সালমানের ঘনিষ্ঠতা নিয়েও বলিউড পাড়ায় নানা মুখরোচক আলোচনা চলছে৷ কেউ কেউ বলছেন সালমান বোধহয় আবার পুরনো প্রেমে ফিরে গিয়েছেন৷ এদিকে রণবীর কাপুর তার হারানো প্রেম ফিরে পেতেও কোমর বেঁধে নেমেছেন বলে জানা গিয়েছে৷ এ অবস্থায় বলিউড পাড়ার প্রেম রসায়ন বেশ গোলমালে৷ তবে সে সব জটিলতার ধার ধারেননি লুলিয়া৷ সালমানকে যে তিনি ভালবাসেন, তাই ভালোবাসা দিবসে এমন ভাবে নিজের মনের কথাটি জানিয়ে দিলেন তিনি৷
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই