বিনোদন ডেস্ক : রাত সাড়ে ৮টার সময়। মুম্বাইতে ‘মেক ইন ইন্ডিয়ার’ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে আচমকাই ভয়াবহ আগুন লাগল। একটুর জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারকারা।
দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে অনেকে।
এদিনের অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমির খান, হেমা মালিনী, মাধুরী দিক্ষীত, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর সহ একাধিক সেলিব্রিটি ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত কালই এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।
অগ্নিকাণ্ডের সময় মঞ্চের ওপরে নাচ করছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমন সময় মঞ্চের নিচ থেকে দাউ দাই করে জ্বলে ওঠে আগুন। আগুনের হুল্কা দেখেই মঞ্চের উপরে থাকা প্রত্যেক শিল্পীকে চিৎকার করে সরে যেতে বলা হয়। একসময় উদ্যোক্তারা মঞ্চে উঠে প্রত্যেক শিল্পীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায। অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগেই মঞ্চে কবিতা আবৃত্তি করেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস