বিনোদন ডেস্ক : সদ্য হৃদয় ভাঙার পর মাই এখন বিরাট কোহলির জীবনের সবথেকে বিশেষ নারী। অনুষ্কাই বা পিছিয়ে থাকেন কেন? সব বিষণ্ণতা ঝেড়ে ফেলে ভ্যালেন্টাইন’স ডে উদযাপনে মেতে উঠলেন তিনি।
সঙ্গে টুইটারে পোস্ট করলেন তার নতুন ‘ডুড’ এর ছবিও। কে এই নতুন ‘ডুড’? না, কোনও মানুষ নয়। তিনি অনুষ্কার পোষা কুকুর ‘সুলতান’। রবিবার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে তিনি নিয়ে আসেন সুলতানকে।
শুটিংয়ের ফাঁকে ফাঁকে তার সঙ্গেই এদিকওদিক ঘুরে বেড়ালেন। টুইটারে সেই ছবি দিয়ে তিনি লেখেন, ‘ছোট ছোট আনন্দের মুহূর্ত নিয়েই জীবন।’
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস