বিনোদন ডেস্ক : ২৫ বছর ধরে ঢাকাই সিনে ইন্ডাস্ট্রিতে আছেন এই তারকা। গত দুই যুগ ধরে তিনিই সেরা নায়ক, টাকার অংকেও। পরিশ্রম, মেধা বা অভিনয় সবকিছু মিলিয়ে শাকিব খান এখন এক পরিপূর্ণ প্যাকেজ। আর তাই তাঁকে পেতে নির্মাতাদেরও বেশ খরচ করতে হচ্ছে। কারণ এই শীর্ষ তারকা পরবর্তী চলচ্চিত্রের জন্য নেবেন ২ কোটি টাকা!
শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা যায়, এ চিত্রনায়ক পরপর দুটি ব্লকবাস্টার সাফল্যের পর কাজে আরও বেশি মনোযোগী থাকতে চান। যেন পরবর্তী ছবিগুলোতেও সাফল্য আসে। এ জন্য চান বড় আয়োজন, বড় পরিসরে কাজ। এখন থেকে পরবর্তী সব সিনেমায় তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবিতে শাকিবের অভিষেক হয়। শুরুর দিকে তাঁর পারিশ্রমিক হাজারের ঘরে ছিল। ক্যারিয়ারের শুরু থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সাত বছরের মাথায় প্রথম ব্যবসাসফল ছবি উপহার দেন শাকিব। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বিগত এক দশক ধরে তিনি ৪০ লাখের ওপর পারিশ্রমিক নিয়েছেন।
২০১৬ সালে তিনি ভারতীয় প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সঙ্গে যুক্ত হন। ‘শিকারি’ ছবিতে ৫০ লাখের ওপর পারিশ্রমিক নিয়েছেন।
কিন্তু হঠাৎ করে ‘নাকাব’ ছবির মাধ্যমে তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রোডাকশন হাউজ এসভিএফ-এর ব্যানারে নাম লেখান শাকিব খান।
আনন্দবাজার পত্রিকার খবর, ‘নাকাব’ ছবির জন্য শাকিব পারিশ্রমিক পান প্রায় এক কোটি টাকা। এরপরও দেশে পারিশ্রমিক তিনি নিয়েছেন ৪০ লাখের ওপরে। কোটি টাকার অংকটা আবার ফিরে আসে ‘প্রিয়তমা’র মাধ্যমে।
২০২৩ সালের ঈদুল আজহায় সিনেমাটি ব্লকবাস্টার ও ব্যবসাসফল হওয়ার কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন বলে গুঞ্জন উঠে। জানা যায়, ঈদের ছবির জন্য শাকিব খান এই পারিশ্রমিকই নেবেন। আর গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ ছবির পর জানা যায়, পারিশ্রমিক তো বটেই, নেবেন লভ্যাংশ। বিষয়টি নিয়ে শাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, এটি সত্য নয়। তবে পারিশ্রমিক বাড়ছে আরও; সেটা ২ কোটি টাকা!