বিনোদন ডেস্ক : তিনি জন্মগ্রহণ করেন ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি রক্ষণশীল বাঙালি পরিবারে। ইংরেজি মাধ্যম স্কুল এবং পুনে জুনিয়র কলেজে লেখাপড়া করেন। মডেলিংয়ের জন্য কলেজ থেকে বাদ পড়েন। এরপর তিনি শুরু করেন শোবিজ জগতে নিজের পরিচয় গড়ার জীবন সংগ্রাম।
মাত্র ২০ বছর বয়সে মিস ইন্ডিয়ার খেতাব জিতে বলিউডে পা রাখেন তনুশ্রী দত্ত। ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। তবে প্রথম ছবিতে খুব একটা নাম করতে পারেন নি তিনি।
তবে সিনেমার পর্দায় যখন তিনি সাহসী দৃশ্যে তার সাবলীল অভিনয় করলেন। হিট হয়ে গেল সিনেমাটি। ‘আশিক বানায়া আপনে’ সেসময়ের বহুল আলোচিত ছবি।
এই সিনেমা দিয়েই আলোচনায় আসেন ইমরান হাশমি। তার সঙ্গে প্রথম জুটি বাঁধেন তনুশ্রী। পরে অবশ্য একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এমন দৃশ্যে অভিনয় করা তার একেবারেই পছন্দ ছিল না।
এরপর অবশ্য খুব বেছে বেছে অভিনয় করেন তনুশ্রী দত্ত। ‘৩৬ চায়না টাউন’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘স্পিড’, ‘রোক’ ও ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমা করেন। তবে সিনেমাগুলো দর্শকমনে ততটা জায়গা করতে পারেনি।