বিনোদন ডেস্ক : তহমিনা আফজলকে হয়তোবা অনেকেই চেনেন না? কিন্তু হলফ করে বলতে পারি, সানি লিওনের বাড়া ভাতে ছাই দিতে যথেষ্ট তিনি এমন এক অভিনেত্রী। সানি-প্রেমে মাতোয়ারা দেশে তহমিনা হঠাত্ দমকা হাওয়া, বলাই যায়।। খুব শিগগিরই বলিউড পাড়ায় পা রাখতে চলেছেন তহমিনা। সানিকে সমানে সমানে টেক্কা দেয়ার হিম্মত রাখা দুই সন্তানের মা তহমিনা আফজলের সঙ্গে পরিচয় করে নেয়া যাক।
পাকস্তানি তহমিনা শুধু নামী মডেলই নন, পর্দায় দুর্দান্ত প্লেয়ারও বলা চলে। মার্কিন যুক্তরাষ্ট্রেই কেটেছে তার ছোট বেলা। খেলাধুলার জন্য নিউ ইয়র্কে স্কলারশিপ পেয়েছেন। ব্যাচেলার ডিগ্রি শেষ করে পুরোপুরি মডেলিং ক্যারিয়ারকেই বেছে নেন। কয়েকটি মিউজিক ভিডিয়োতে তহমিনার সাহসী লুকের কারণে দুনিয়াজুড়ে বিতর্কিত। পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
যদিও সেই সব সমালোচনাকে উড়িয়ে ৩০ বছর বয়সি তহমিনার বক্তব্য, 'আমি আমাকে দেখিয়ে কারো তো কোনো ক্ষতি করছি না। আমার সমর্থনে কয়েক হাজার পুরুষ পাশে রয়েছেন। যদিও এটা আমার ধর্মের বিরুদ্ধে। তবে আমার পরিবার আমার পাশে আছে, তাই ভয় পাই না।'
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই