বিনোদন ডেস্ক : ৫৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ আছেন মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। তিনি বর্তমানে দারুণ অর্থ সঙ্কটে দিন কাটাচ্ছেন। আর এই সঙ্কট থেকে উত্তরণের জন্য তার দরকার এক বিলিয়ন মার্কিন ডলার।
আর এই এক বিলিয়ন মার্কিন ডলার তিনি ধার চেয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারার্গের কাছে। কথাটা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্যি।
কিম কার্দাশিয়ানের র্যাপার স্বামী কেনি ওয়েস্ট জানিয়েছেন, তিনি এখন আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, ধার থেকে মুক্তির জন্য তার কিছু টাকা চাই। আর সেই জন্য খোদ ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গকে কেনি বলেছেন, ‘আমার একটা আইডিয়া আছে তাই আমায় এক বিলিয়ন মার্কিন ডলার ধার দাও মার্ক, আমার খুব দরকার।’
জাকারবার্গকে নানাভাবে আবেদন করে কেনি আশ্বাস দিয়েছেন, খারাপ সময় কাটিয়ে উঠলেই তিনি সেই টাকা জাকারবার্গকে ফেরত দিয়ে দেবেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন