মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫০:১৫

এ আবার কোন শাহরুখ?

এ আবার কোন শাহরুখ?

বিনোদন ডেস্ক : শাহরুখ স্টাইল মানে কি শুধু দু’হাত ছড়িয়ে কায়দা করে দাঁড়িয়ে পড়? বোধহয় না৷ শাহরুখ স্টাইল মানে আরো অনেক কিছু৷ আর সে সব জানে গৌরব৷ অবাক হচ্ছেন তাই না? এই গৌরবটি আবা কে? কেন শাহরুখের ফ্যান৷ এ আবার কেমন ফ্যান? যে কিনা শাহরুখের ব্যক্তিগত বিষয়ও জানে! যে ফ্যানকে নিয়ে শাহরুখের আগামী ছবি ‘ফ্যান’৷ সম্প্রতি মুক্তি পেল ‘ফ্যান’ ছবির অ্যান্থেম৷ আর তাতে ফ্যান গৌরব হয়ে মাত করে দিলেন খোদ শাহরুখই৷

কে বলবে তার বয়স পেরিয়েছে পঞ্চাশের কোঠায়! অফুরন্ত এনার্জিতে যেন টগবগে যুবক হয়েই হাজির হয়েছেন তিনি৷ আসলে চরিত্রটিই যে সেরকম৷ এ ছবিতে শাহরুখের চরিত্র তারই সবথেকে বড় ফ্যানের৷ আর সে ফ্যান হয়ে উঠতে শুধু লুকে নয়, নিজেকেই ভেঙচুরে নতুন করে গড়েছেন বলিউড বাদশা৷ অস্কারজয়ী মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানমের কারসাজিতে বয়স তো কমেইছিল৷ কিন্তু তিনি নিজে তা কমিয়ে ফেলেছেন কয়েকগুণ৷ কখনো হোর্ডিংয়ে আদর করছেন তো কখনো রাস্তায় কোমর দোলাচ্ছেন,কখনো ঘুড়িবাজারে তো কখনো বাজি কিনতে গিয়ে বাজারে নেচে মাতিয়ে দিয়েছেন তিনি৷ শাহরুখের ফ্যানরা নিশ্চয়ই তার সবেথেকে বড় ফ্যানের এই পাগলামিতে খুশি হবেন৷ সেইসঙ্গে এ ছবি যে শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় হতে চলেছে তারও ইঙ্গিত বোধহয় দিয়ে রাখলেন নায়ক৷

‘ফ্যান’ যে তাকে তার অতীতে ফিরিয়ে নিয়ে গিয়েছে সে কথাও জানালেন বলিউড বাদশা৷ এ ছবিতে মাত্র একটাই গান রয়েছে৷ আর এ গানটির লঞ্চ হল তার জন্মস্থানের কলেজে৷ ছবিতে তার নিজের ফ্যান হয়ে ওঠা থেকে কলেজে ফিরে যাওয়া সব মিলিয়ে সিনেমা এবং বাস্তবতার যেন যতেষ্ট মিল রয়েছে। ৩০ বছর আগে এ কলেজে পড়তেন তিনি৷ এতদিন পরে আজই তিনি তার ইকোনোমিক্সের ডিগ্রি সংগ্রহ করেন৷ স্বাভাবিকভাবেই নস্ট্যালজিক কিং খান৷

মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ ছবির এ অ্যান্থেম লিখেছেন বরুণ গ্রোভার৷ সুর দিয়েছেন বিশাল-শেখর৷ গেয়েছেন নাকাশ আজিজ৷ ফ্যান ছবির গানে ফ্যান হিসেবে শাহরুখকে এতবছর পর এরকমভাবে পাওয়া নিঃসন্দেহে শাহরুখের ফ্যানদের কাছে বড় প্রাপ্তি৷
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে