বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪১:৪৯

অভিনেত্রীর অপমানে অভিনেতার আত্মহত্যা, গ্রেফতার অভিনেত্রী

অভিনেত্রীর অপমানে অভিনেতার আত্মহত্যা, গ্রেফতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক : অভিনেত্রীর অপমানজনক কথা সহ্য করতে না পেরে এক অভিনেতা আত্মহত্যা করেছে। এ ঘটনায় অভিনেত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছিল দেড় মাস আগে ভারতের ভূবনেশ্বর। আত্মহননকারী অভিনেতা পট্টনায়েক ব্রিজ থেকে ঝাপিয়ে আত্মহত্যা করেছিলেন।

এদিকে ওই অভিনেতার মৃত্যুকে এতদিন রহস্য জনক বলা হলেও ঘটনার দেড়মাস পর মৃত্যুর কারণ জানতে পেরেছে পুলিশ। এমন দাবী করেছে পুলিশ নিজেই।
 
জানা গিয়েছে, একটি শো শেষ করে প্রিয়দর্শনী সামাল (সবাই চেনে জেসি নামে) নামের ওই অভিনেত্রীর সঙ্গে গাড়ি করে ফিরছিলেন অভিনেতা রনজিত্‍ (বেশিরভাগ মানুষ চেনেন রাজা নামে)। গাড়িতে রাজাকে ড্রাইভার ও ইভেন্ট ম্যানেজারের সামনেই খুব অপমান করেন জেসি। রাজা প্রথমে জেসিকে চুপ করতে বলেন। জেসি কিছুতেই থামতে রাজি হননি। চরম অপমানিত বোধ করে চলন্ত গাড়ি থেকে ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাজা। অভিনেত্রী জেসিকে গ্রেফতার করা হয়েছে। যদিও জেসি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন। জেসির পলিগ্রাফি টেস্ট করা হবে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে