মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৮:১২

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ হাসপাতাল থেকে যা বললেন

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ হাসপাতাল থেকে যা বললেন

বিনোদন ডেস্ক : ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

গোবিন্দর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকে পাঠানো একটি অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন গোবিন্দ নিজেই।  

শারীরিক অবস্থার বর্ণনা করে অডিও বার্তায় ৬০ বছর বয়সি গোবিন্দ বলেন, ‘আমি গোবিন্দ। আমার ভক্ত, বাবা-মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো অনুভব করছি। আমি গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু এখন ভালো অনুভব করছি। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডা. আগরওয়ালকে ধন্যবাদ; যারা আমার জন্য প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ।’

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। মূলত, ভোরবেলায় বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তার আগে নিজের লাইসেন্সকৃত রিভলবার চেক করার সময়ে ভুলবশত ফায়ার হয়। আর গুলি গিয়ে গোবিন্দর হাঁটুতে লাগে। পরে দ্রুত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘কলকাতায় আমাদের একটি শো রয়েছে। আজ সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে