বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৪:৩০

মা হতে চাচ্ছেন ক্যাটরিনা কাইফ!

মা হতে চাচ্ছেন ক্যাটরিনা কাইফ!

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখনও বিয়ে করেন নি। প্রেম ছিল তার রণবীরের সাথে, সেও ভেঙে গিয়েছে। নতুন করেও প্রেম করছেন না। বিয়ে করবেন? তাও ঠিক হয় নি। কিন্তু এরই মধ্যে তিনি বলেছেন, তিনি মা হতে চান!

সম্প্রতি ক’দিন আগে বলিউড সুপার স্টার সালমান খান বলেছেন, তিনি চার পাঁচটা সন্তারে বাবা হতে চান। তার সন্তান চাই-ই চাই। আর এবার মা হতে চাইলেন ক্যাটরিনা! কেমন গোলমেলে লাগছে না?

এদিকে সালমান খান ছিলেন ক্যাটরিনার সাবেক প্রেমিক। রণবীরের সাথে ব্রেকআপের পর সালমানের সাথে পুনরায় ঘনিষ্ঠ হচ্ছেন ক্যাটরিনা। অাবার দু’জনের সুরও একই! তাই অনেকে ভাবছেন, তাহলে কি তারা দু’জন কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন?

বর্তমানে রণবীরের সাথে সম্পর্কের ইতি টানার পর বিশেষ একটা ভালো যাচ্ছে না ক্যাটরিনার সময়। তারমেধ্যে আবার মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ফিতুর’। কিন্তু তাতেও সাফল্যের মুখ দেখতে পাননি। তবে এসবে মোটেও ভেঙে পড়েননি ক্যাটরিনা কাইফ। হঠাৎ করে তিনি বলে বসলেন তিনি নাকি মা হতে চান। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে তারই যেন ইঙ্গিত দিয়েছেন।

জানিয়েছেন, তিনি চান তার সন্তান থাকুক। আরও বলেছেন, তারা ছয় ভাইবোন। তাই বাড়িতে সবসময় হৈ হুল্লোড় লেগেই থাকত। তারা বোনরা এতটাই একসঙ্গে সময় কাটাতেন যে বন্ধুর কোনও দরকারই হয়নি ক্যাটের। সেই সূত্র ধরেই সন্তানের কথা বলেন ক্যাট। জানান, তিনি সবসময়েই বন্ধুদের সঙ্গে, সন্তানদের সঙ্গে, পৌত্র পৌত্রীদের সঙ্গে থাকতে ভালোবাসেন। সেভাবেই থাকতে চান।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে