বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৮:৫০

যে কারণে স্বামীর ওপর ক্ষেপেছেন কিম

যে কারণে স্বামীর ওপর ক্ষেপেছেন কিম

বিনোদন ডেস্ক : ইদানীং সোশ্যাল মিডিয়ায় কেনিয়ে ওয়েস্টের লাগামছাড়া মন্তব্যে বেশ বিরক্ত স্ত্রী কিম কারদাশিয়ান। অ্যাম্বার রোজ থেকে শুরু করে টেলর সুইফ্ট— হালফিলে সকলকেই একহাতে নিয়ে তুলোধুনো করেছেন কেনিয়ে। আর তাতেই চটেছেন কিম!

সোশ্যাল মিডিয়াকে আত্মপ্রচারের হাতিয়ার করতে জুড়ি নেই পুরো কারদাশিয়ান পরিবারের। কিন্তু ক্রমাগত কেনিয়ের বিস্ফোরক ট্যুইট কিমের বিরক্তির কারণ হয়ে দায়িয়েছে। সন্তানদের কাছে ‘রোল মডেল’ হতে চান কিম। তাই কেনিয়ের বাড়াবাড়ি রকমের ‘ট্যুইটার-ড্রামা’য় রীতিমতো ক্ষুব্ধ তিনি।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে