বিনোদন ডেস্ক : বিলউড অভিনেতা অভিনেত্রীরা প্রায় সবার জীবনই বিলাসী জীবন। গাড়ি-বাড়ি লাইফস্টাইল যা সত্যি অবাক করার মত। এমন জীবন যাপন দেখে নিশ্চয় ভাবনায় আসে তারা কত টাকা রোজগার করেন?
এমন ভাবনা আসাটা অবাস্তবিক নয়। তবে বলিউড অভিনেতা অভিনেত্রীরা আজকাল অভিনয় করে যথেষ্ট পরিমাণের পারিশ্রমিক পেয়ে থাকেন। যা শুনলে রীতিমত আপনার চোখও কপালে উঠবে। এই ধরুন না কঙ্গনার কথা। তিনি কত নিচ্ছেন ছবি প্রতি? তা কিছু জানা আছে কি?
এমনিতেই বলিউড অভিনেত্রীদের অনেকেই পারিশ্রমিকের অঙ্ক বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আর তাদের মধ্যে সবার প্রথমে রয়েছেন বোধহয় ‘কুইন’-খ্যাত কঙ্গনাই।
একটি সূত্র জানাচ্ছে, সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাওয়া কঙ্গনা পারিশ্রমিক নিচ্ছেন ছবি পিছু ১১ কোটি রুপি! বলিউডে ‘সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের’ তালিকায় ঢুকেছেন তিনি। আর একাধিক এনডোর্সমেন্টও রয়েছে তার। শোনা যায়, এনডোর্সমেন্টের ক্ষেত্রে দিনপিছু তার চার্জ দেড় কোটি টাকা।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন