শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২:২৯

থাপ্পড় মেরেছিলেন শাহরুখ খান? কপাল ফেটে অঝোরে রক্তও ঝড়েছিল?

থাপ্পড় মেরেছিলেন শাহরুখ খান? কপাল ফেটে অঝোরে রক্তও ঝড়েছিল?

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি র‌্যাপার গায়ক হানি সিংকে থাপ্পড় মেরেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০১৫ সালে এমন সংবাদে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল মিডিয়ায়। ৯ বছর আগের সেই ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কম নেই। তবে দীর্ঘ নয় বছর পর সেই থাপ্পড়কাণ্ড নিয়ে কথা বললেন হানি সিং। জানালেন, এটা একেবারেই মিথ্যা এক রটনা।

ঠিক নয় বছর আগে হঠাৎই শিরোনামে আসেন শাহরুখ খান ও হানি সিং। মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠান করতে গিয়ে হোটেলের রুমে ঢুকে পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের উপর নাকি চড়াও হন বলিউড বাদশা শাহরুখ খান! খবরে এসেছিল, হানিকে শাহরুখ এত জোরে চড় মারেন যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও ঝড়েছিল।

আর তার পরেই মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে আলোচনায় হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর, ঠিক কী ঘটেছিল সেদিন তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে