শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫, ১১:৪৪:৫০

কানের দুলেই বদলে গিয়েছিল আমার ভাগ্য: সুস্মিতা সেন

কানের দুলেই বদলে গিয়েছিল আমার ভাগ্য: সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স সুস্মিতা সেন বলেন শার্লিন গঞ্জালবেসের কানের দুলেই বদলে গিয়েছিল আমার ভাগ্য’

মিস ইউনিভার্স ১৯৯৪-এর মুকুটজয়ী সুস্মিতা সেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এক হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করেন, যা বন্ধুত্ব এবং সহানুভূতির প্রকৃত উদাহরণ।

সুস্মিতা জানান, মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের ঠিক আগে তিনি তার কানের দুল হারিয়ে ফেলেছিলেন। সেই চরম সংকটময় মুহূর্তে এগিয়ে আসেন মিস ফিলিপিন শার্লিন গঞ্জালবেস। শার্লিন নিজের কানের দুল খুলে তা সুস্মিতাকে পরতে দেন।

সুস্মিতা বলেন, "ওই মুহূর্তে শার্লিনের সাহায্য আমার জন্য আশীর্বাদস্বরূপ ছিল। আমি সেই কানের দুল পরে ফাইনাল রাউন্ডে অংশ নিয়েছিলাম এবং মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলাম।"

পরবর্তীতে শার্লিন গঞ্জালবেস সেই কানের দুলটি সুস্মিতাকে উপহার দেন। সুস্মিতা বলেন, "ওই কানের দুল শুধু একটি গয়না নয়, এটি প্রকৃত বন্ধুত্ব এবং নিঃস্বার্থ সহায়তার প্রতীক।"

সুস্মিতা সেনের এই গল্প বন্ধুত্বের অনন্য উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যা প্রমাণ করে যে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেও সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে