শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫, ০৩:২৬:৩৪

আইসিউতে নেয়া হয়েছে অভিনেতা মুশফিক ফারহানকে

আইসিউতে নেয়া হয়েছে অভিনেতা মুশফিক ফারহানকে

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ অবস্থায় আইসিউতে নেয়া হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন ফারহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয় তাকে। 

এদিকে আজ শনিবার ফারহানের শুটিং ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পরে তা বাতিল করা হয়।

শুটিং বন্ধের কারণ জানতে চাইলে; কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তির খবরটি জানাতে চাননি। পরে বেসরকারি হাসপাতালটির জনসংযোগ বিভাগে কথা বলে বিষয়টির সত্যতা জানা গেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে