বিনোদন ডেস্ক : বলিউডের ব্যাডবয় হিসেবে পরিচিত সঞ্জয় দত্ত। তার ব্যক্তিগত জীবনও সিনেমার মতো। নারীযোগ, জঙ্গীযোগসহ নানা কেচ্ছাকাহিনীর ঝুড়ি যেন খল নায়কের জীবন। ঘর করছেন তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে। তবে দীপিকা পাড়ুকোনকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় নিজেই জানিয়েছিলেন, তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তার চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি কুপোকাত তিনি।
এক সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, ‘খল নায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান? সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। এখানেই থামেননি তিনি। দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয়। তার পরেই জানান, তার বয়স সামান্য কম হলে দীপিকাকেই তিনি বিয়ে করতেন।
তবে বিষয়টি সেসময় ভালোভাবে নেননি নেটিজেনরা। সঞ্জয়ের ওই সাক্ষাৎকার সমাজমাধ্যমে ভাইরাল হতেই কড়া সমালোচনা করেন অনুরাগীরা। যদিও এ নিয়ে দীপিকা কোনো ধরণের মন্তব্য করেননি।