শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১১:০৪:৩৯

একসময় কাঁদতে শুরু করেন কুমার শানু, তারপর আত্মহত্যার চেষ্টা!

একসময় কাঁদতে শুরু করেন কুমার শানু, তারপর আত্মহত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় জড়িয়ে পড়েন এই সংগীতশিল্পী। অভিনেত্রী কুনিকা সদানন্দের প্রেমে মজেন কুমার শানু।

গায়কের সঙ্গে পরকীয়ার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রীও। ছয় বছরের সম্পর্ক ছিল এই প্রেমিকযুগলের। তাছাড়া বিবাহবহির্ভূত সম্পর্ক হলেও তাতে কোনো আপত্তি ছিল না কুনিকার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কুনিকা বলেন, দাম্পত্য সম্পর্কে অসুখী ছিলেন কুমার শানু। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্য তার ওপর মানসিক নির্যাতন চালাতেন। এর জেরেই ডিপ্রেশনে চলে যান তিনি।

পুরোনো এক ঘটনা শেয়ার করে অভিনেত্রী বলেন, আমরা একসঙ্গে ডিনার করছিলাম। তখন কুমার শানু ম'''দের ঘোরে ছিলেন। একসময় কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। কারণ, গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। পরে তার বোন, ভাগনে এবং আমি ধরে রেখেছিলাম তাকে।

তিনি আরও বলেন, আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কারণ, সত্যিই কষ্ট পাচ্ছিলেন কুমার শানু। এত হতাশার মধ্যেও বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি তিনি। এক পর্যায়ে তাকে শান্ত করার পর পরিবার ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম।

পরবর্তীতে ওই মুহূর্তটি আরও কাছাকাছি নিয়ে এসেছিল আমাদের। এরপর আমার পাশের একটি ফ্ল্যাটে ওঠেন তিনি। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই দুজনের সম্পর্কের শুরু। তবে কুমার শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে