শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১২:২২:০৭

এই প্রথম একসঙ্গে সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

এই প্রথম একসঙ্গে সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক: সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অন্যদিকে শ্রোতাপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। এবার প্রথমবারের মতো একটি গানে জুটি বাঁধলেন এই দুই সংগীত তারকা। গানটির শিরোনাম ‘বলেছ’। সৈয়দ গালিব হাসানের কথায় সুর ও সংগীতায়োজনও করেছেন বাপ্পা।

মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল গানটি। কিন্তু সুর শোনার পর কিংবদন্তি এই গায়িকার অনুরোধে এতে কণ্ঠ দেন বাপ্পাও।

এ প্রসঙ্গে গণমাধ্যমে রুনা লায়লা বলেন, খুব সুন্দর একটি গান। কম্পোজিশন এবং গালিবের লেখা গানের কথাও এক কথায় অসাধারণ। বাপ্পার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।

অন্যদিকে গানটি নিয়ে বাপ্পা বলেন, আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। তবে প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল। কারণ কিংবদন্তি শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই। মূলত তার জন্যই গানটি করা হয়েছিল। কিন্তু তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও। গানটি ডুয়েট হোক।

তিনি আরও বলেন, এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ রুনা ম্যামের সঙ্গে গান করতে পারা আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে গানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে