বিনোদন ডেস্ক : আনুশকার সাথে বিরাটের বিচ্ছেদ হয়েছে কিছুদিন হয়। আনুশকা এখন ঘনিষ্ঠ হচ্ছেন রণবীর কাপুরের সাথে। তাহলে কি বিরাটের বাড়া ভাতে রণবীর কাপুরই ছাই দিলেন?
বলিউডে সব থেকে চর্চিত ছিল আনুশকা আর বিরাট কোহলির প্রেম। তবে তেমনই এখন আলোচিত তাদের বিচ্ছেদও। শুধু বিচ্ছেদই নয়, বিচ্ছেদ পরিবর্তিত আনুশকার রণবীরের ঘনিষ্ঠতাও আলোচনার কেন্দ্রবিন্দু।
বিরাট কোহলি আনুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আনুশকা সে প্রস্তাবে রাজি হন নি। বরং দু’জন দু’জনকে নিজেদের সোশ্যাল একাউন্ট থেকেও ব্লক করে দিয়েছেন। এখন তাদের অবস্থা কেউ কারো মুখও দর্শন করছেন না।
অন্যদিকে আনুশকার সাথে বিচ্ছেদের পর বিরাট তেমন একটা ভালো না থাকলেও বিন্দাস সময় পার করছেন আনুশকা। আর আনুশকার এই বিন্দাস সময়ের সঙ্গী হয়ে পাশে আছেন রণবীর কাপুর। বর্তমানে আনুশকাকে রণবীর কাপুরের সাথে ঘনিষ্ঠভাবেই মিশতে দেখা যাচ্ছে।
তাই বলিউডে এ নিয়ে চলছে নানা আলোচনা। কারো কারো মতে, রণবীর কাপুরের জন্যই হয় তো বিরাটকে ছেড়েছেন আনুশকা। তবে এর সত্যতা পাওয়া যায় নি।
এদিকে সম্প্রতি দেখা গেল একটি জন্মদিনের পার্টিতে হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে ঢুকতে দেখা গেল রণবীর কাপুর এবং আনুশকা শর্মাকে। মাঝরাত পর্যন্ত চলা ওই পার্টিতে তারা দুজন ছিলেন বেশ অন্তরঙ্গ। মূলত এরপর থেকেই গুঞ্জন আর গুঞ্জন। তবে কি রণবীর আনুশকার মাঝে কিছু হচ্ছে?
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন