শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১৪:৫৪

এবার অভিনয় ছেড়ে ধর্মচর্চায় সেই তামিম মৃধা, চাইলেন সকলের সমর্থন

এবার অভিনয় ছেড়ে ধর্মচর্চায় সেই তামিম মৃধা, চাইলেন সকলের সমর্থন

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তামিম মৃধা। অভিনেতার পাশাপাশি তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও পরিচিতি। সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোয়ে সঞ্চালক হিসেবে দেখা গেছে। সেখানে তামিমকে দেখে মনে হয়েছে আগের জীবনযাপন থেকে তিনি সরে এসেছেন।

বিষয়টি ঘিরে ভক্তদের মাঝেও ছিল কৌতূহল। এবার মিলল উত্তর। জানা গেল, অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন তামিম মৃধা।

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’ তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে